করনা তে আক্রান্ত হয়ে বিধায়ক জটু লাহিড়ী হাসপাতালে ভর্তি
করনা তে আক্রান্ত হয়ে ৪ আগস্টের ভোরে হাওড়া শিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান বিধায়ক জটু লাহিড়ী হাসপাতালে ভর্তি হন। তিনি আছেন বাইপাসের ধারে আর.এন.টেগোর হাসপাতালে। তার বয়স এখন ৮৫ বছর । তার দলীয় কর্মী সোমনাথ মুখার্জী ও প্রদীপ মাজি জানান তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। উনি ১৯৮৪ সাল থেকে হাওড়া পৌর নিগমের কাউন্সিলর।পরে ১৯৯১ থেকে একটানা বিধায়ক। সকলের কাছে প্রিয় এই মানুষটি কোনোদিন নির্বাচনে হারেননি। সোমনাথ মুখার্জী জানান এক মাস আগে তাঁর কন্যা মুনমুন মুখার্জির জীবনাবসান হয়। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।কন্যার মৃত্যু শোকে ভেঙ্গে পড়লেও কর্তব্যে অবিচল ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছিলেন। ও তার দল এর আর এক একনিষ্ঠ কর্মী প্রদীপ মাজি জানান।হাওড়ায় প্রথম কোনো বিধায়ক কোরোনা আক্রান্ত হলেন।সম্প্রতি সোমেন মিত্র কে শ্রদ্ধা জানাতে বিধানসভায় গিয়েছিলেন।অবশ্য তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন খতিয়ে দেখা হচ্ছে।