+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

আইপিএলের নতুন লোগো প্রকাশ করল বিসিসিআই

নিজস্ব সংবাদদাতা - August 21, 2020 9:58 am - খেলা

আইপিএলের নতুন লোগো প্রকাশ করল বিসিসিআই

চিত্র সৌজন্যে: OIB News

ড্রিম ইলেভেনের সঙ্গে নতুন স্পনসরশিপ চুক্তি স্বাক্ষর করার পর আইপিএলের নতুন লোগো প্রকাশ করল বিসিসিআই। বোর্ডের তরফে সরকারিভাবে স্পনসরের নাম সম্বলিত নতুন লোগো প্রকাশ করা হয় আইপিএলের ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন লোগো কেমন দেখতে তা অনুরাগীদের কাছে জানতে চেয়েছে বোর্ড।

মঙ্গলবার ড্রিম ইলেভেনকে আইপিএলের নতুন টাইটেল স্পনসর হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। ভিভোর তুলনায় কার্যত অর্ধেক টাকায় এক বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসর হয়েছে ড্রিম ইলেভেন। ভিভো প্রতি বছরে ভারতীয় বোর্ডকে ৪৪০ কোটি টাকা দিত। ড্রিম ইলেভেন মাত্র ২২২ কোটি টাকা দেবে আসন্ন মরশুমে।

পরের দু’টি মরশুমের জন্যও বছর প্রতি ২৪০ কোটি টাকার বিনিময়ে আইপিএলের টাইটেল স্পনসর হতে চেয়েছিল ড্রিম ইলেভেন। তবে ভারতীয় বোর্ড প্রস্তাবে রাজি হয়নি। তারা পরবর্তী দু’টি মরশুমের জন্য নতুন করে বিড জমা দিতে বলেছে ড্রিম ইলেভেনকে।

যদিও পরিস্থিতির উন্নতি হলে পরের বছরে নতুন স্পনসর আইপিএলে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই পরের বছর আইপিএলের লোগো পুনরায় বদলে যেতে পারে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube