আক্রান্তের নিরিখে ফের কলকাতাকে পিছনে ফেলল উত্তর ২৪ পরগনা
এদিন উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। একেবারে পিছনেই রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৫৬৩ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৩, কোচবিহারে ৫৯, দার্জিলিং ৬২, কালিম্পং ৪, জলপাইগুড়িতে ৭২, উত্তর দিনাজপুরে ৩০, দক্ষিণ দিনাজপুরে ৯৭, মালদহে ১০২, মুর্শিদাবাদে ৮৬, নদিয়ায় ১০৮, বীরভূম ৪২, পুরুলিয়া ৬৫, বাঁকুড়ায় ১০৫, পশ্চিম মেদিনীপুরে ২৮৫, পূর্ব মেদিনীপুরে ২০৯, পূর্ব বর্ধমানে ২১, পশ্চিম বর্ধমানে ১০৪, হাওড়া ১৫৯, হুগলিতে ১৮০, উত্তর ২৪ পরগনায় ৬৯৬, দক্ষিণ ২৪ পরগনায় ১৮৭ জন আক্রান্ত হয়েছেন।
কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৬,২৫৭ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৯৩১৫ এবং ১২৩৫২ জন। কলকাতায় ২৯১৯৩ জনের করোনা মুক্তি ঘটেছে।
মুক্তি পেয়েছেন ১০৮০০৭ জন
এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০৮০০৭ জন। গত ২৪ ঘন্টায় ৩০৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনা এবং কলকাতায়। সংখ্যাটা হল ৫৭৫ করে। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর(২২০) ও হাওড়া(১৭৭)।
বেড়েছে সুস্থতার হার
অন্যদিনের তুলনায় রবিবার আরও বেড়েছে সুস্থতার হার। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৭৭.৪১%, সেখানে রবিরার সুস্থতার হার ৭৭.৭৮%।