আক্রান্ত প্রাক্তন সেনাকর্মী
বিজেপি করায় এক প্রাক্তন সেনাকর্মীকে মারধরের অভিযোগ উঠল রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। আক্রান্ত অনন্ত মাইতি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের নৈপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তৃণমূলের মারে গুরুতর আহত ওই প্রাক্তন সেনাকর্মী বর্তমানে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
আক্রান্ত অনন্তবাবুর অভিযোগ, বিজেপি করায় বহুবার তাঁকে হুমকি দিয়েছে স্থানীয় তৃণমূল কর্মীরা। শনিবার ভাইয়ের বাড়ি থেকে নিজের বাড়ি আলামচক বেলদা গ্রামে ফিরছিলেন তিনি। রাস্তায় তাঁর ওপর রড – লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ব্যাপক মারধরে সংজ্ঞা হারান তিনি। এর পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পটাশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
যদিও ঘটনায় পালটা বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। তাদের দাবি, দিন কয়েক আগে বাজারে এক তৃণমূল কর্মীকে মারধর করেছিল বিজেপি সমর্থকরা। শনিবার সেই নিয়ে আক্রান্তের সঙ্গে বিবাদ বাঁধে তৃণমূল কর্মীদের। তা থেকেই হাতাহাতি শুরু হয়।