আগস্টে ৭ দিন সম্পূর্ণ লকডাউন
সপ্তাহে দু’দিন রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন। আর গোটা আগস্ট মাসও কন্টেইনমেন্ট জোনে সব কিছু বন্ধ। ক্রমবর্ধমান করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে জোড়া অস্ত্রেই ভরসা রাখছে রাজ্য সরকার। সেই মতো আগস্ট মাসে মোট সাত দিন ‘কমপ্লিট’ লকডাউন পালিত হবে রাজ্যে। সেই দিনগুলি হল—৫ (বুধবার), ৮ (শনিবার), ১৬ (রবিবার), ১৭ (সোমবার), ২৩ (রবিবার), ২৪ (সোমবার) এবং ৩১ (সোমবার) আগস্ট।
আগস্টের ঘোষিত সাত দিন আগের মতোই ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি থাকবে। পাশাপাশি, রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিতে আগামী ৩১ জুলাই পর্যন্ত সাধারণভাবে লকডাউন জারি থাকার কথা ছিল। তার মেয়াদ আরও একমাস বাড়ানো হয়েছে। সেখানে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত লকডাউন বিধি (নৈশ কার্ফু) চালু থাকছেই। তবে এসবের মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন মমতা। জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হলে সেপ্টেম্বরে একদিন অন্তর স্কুল-কলেজ চালুর চিন্তাভাবনা করবে সরকার।