আজকের রাশিফল 08/08/2020
মেষ/ARIES
অযথা উত্তেজিত হয়ে যাবেন না, এতে আপনার কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে। অতিরিক্ত অর্থ ব্যয় থেকে বিরত থাকবেন।
বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পড়াশুনায় মনযোগী হতে হবে।
বৃষ / TAURUS
রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। রহস্যজনক কারণে আজ পাওনাদারদের দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। স্বাস্থ্য ভালো যাবে। ছাত্রদের পড়াশুনা ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করা যাবে না।
মিথুন /GEMINI
আপনার কর্মস্থলে সাবধান। অর্থ উপার্জন আশানুরূপ হতে পারে। ছাত্র-ছাত্রীর জন্য দিনটি শুভ। যাত্রা শুভ। শারীরিক অবস্থার উন্নতি হবে।
বাড়িতে ভালো কিছু আশা করতে পারেন।
কর্কট /CANCER
কোনো বন্ধু আপনার উপকার করতে পারেন। স্বাস্থ্য ভালো যাবে না। মনটা ভালো রাখতে ভালো ব্যবহার করুন। আর্থিক অনটনের কারণে ভেঙ্গে পড়া চলবে না। অযথা উত্তেজিত হবেন না। ছেলেমেয়েরা ভাল থাকবে। ছাত্ররা সাবধান, শুধু পড়াশুনায় মনোযোগ দাও।
সিংহ /LEO
সাবধানের মার নেই। ভালো ব্যবহার করবেন সবার সাথে। শরীর খারাপ যাবে না। আর্থিক উন্নতি। ধর্মে মন দিন। ছাত্রদের পড়াশুনা করা ছাড়া উপায় নেই। দিনটা ভালো যাবে।
কন্যা/ VIRGO
আজ আপনার দিন। আর্থিক উন্নতি। বাড়িতে অশান্তি নেই। মেজাজ উচ্চাগ্রমে থাকবে। খাবার আসবে মনের মতো। স্বাস্থ্য একটু বিরক্ত করতে পারে। ভালো ছাত্ররা সাবধান। অযথা ভূল পথে পা বাড়ালেই বিপদ।
তুলা /LIBRA
দিনের শুরু ভালো যাবে। কেনাকাটা নেই। আজ আপনার কাছে কেও আসবে না। আগবাড়িয়ে কিছু করতে যাবেন না। আর্থিক উন্নতি। ছাত্রদের সাবধানে থাকতে হবে।
বৃশ্চিক /SCORPIO
যাত্রা শুভ নয় আপনার। কোথাও যাবেন না। রাজনীতি করলে উন্নতি। ভালো বন্ধু সাহায্য করতে পারেন। বাড়িতে অযথা অশান্তি করবেন না। আর্থিক স্থিতি। ছাত্ররা সাবধান।
ধনু /SAGITTARIUS
স্বাস্থ্য ভালো যাবে। আর্থিক উন্নতি হবে।
স্ত্রী কন্যা সন্তান থেকে সাবধান। মন ভালো রাখতে বাড়ি থেকে বেরিয়ে একটু ঘুরে আসুন। ছাত্ররা সাবধান। শুধুমাত্র পড়া আর খাওয়া তে মন দাও।
মকর /CAPRICORN
অনিশ্চয়তা বন্ধ হবে। রহস্যজনক ভাবে আজ ঝামেলার শিকার হতে পারেন। শরীর ভালো যাবে। আর্থিক অবস্থা স্থতিশীল। অযথা উত্তেজিত হবেন না। ছাত্ররা সাবধান। অযথা বাড়াবাড়ি করলে সিলেবাস শেষ হবে না।
কুম্ভ /AQUARIUS
ভবিষ্যত নিয়ে চিন্তা করে কাজ করতে হবে। তবে দিনের শেষে আপনার মন ভালো হয়ে যাবে। শরীরের দিকে মনোযোগ দিন। আর্থিক টানাটানির মধ্যে কিছু ভাল খবরও পাবেন। ছাত্ররা সাবধান।
মীন /PISCES
আর্থিক অনটন হতে পারে। তবে শান্তি থাকবে। আত্মীয়ের দ্বারা কোনোভাবে প্রতারিত হতে পারেন। দেখে শুনে পথ চলবেন। ছাত্রদের পড়াশুনায় মনোযোগী হতে হবে।