+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

আজকের রাশিফল 11/09/2020

সুনীল শাস্ত্রী - September 11, 2020 8:53 am - রাশিফল

আজকের রাশিফল 11/09/2020

মেষ-

কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সাবধানে থাকুন। সন্তানের শিক্ষা সংক্রান্ত চিন্তা থাকবে। ঘরে বাস্তু অনুযায়ী পরিবর্তনের ফলে লাভ হবে। সংসারে অভাব অনুভব করবেন না।

বৃষ-

নিকট আত্মীয় আপনাকে প্রতাড়িত করতে পারে। কর্মক্ষেত্রে কোনও বড়-সড় ঘটনা ঘটতে পারে, সতর্ক থাকুন। পরিকল্পনা অসম্পূর্ণ থাকবে। ঋণ সংক্রান্ত বিষয় বাধাপ্রাপ্ত হতে পারে।

মিথুন-

চাকরির সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসার সূচনা হতে পারে। সময়ের সঙ্গে আপোস করলে অবসাদে থাকতে পারেন। বিবাহযোগ্য জাতকদের জন্য অনুকূল নয়। আর্থিক অবস্থা ঠিক যাবে।

কর্কট-

সামাজিক কীর্তিতে বৃদ্ধি হবে। পরিবারে কোনও সুসংবাদ আসতে পারে। ধর্মীয় কাজে অর্থ ব্যয় হবে। আইনি মামলা থেকে মুক্তি পাবেন। অবসাদ বাড়ার ফলে কাজে বাধা আসবে।
সিংহ-

সম্পত্তির কাজ দেরিতে পুরো হবে। লগ্নি-চাকরির ফলে ইচ্ছানুকূল লাভ হবে। নিজের স্বভাবে নমনীয়তা আনুন। মা-বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

কন্যা-

আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। বন্ধুদের সঙ্গে যাত্রা হতে পারে। কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। অন্যের ভরসায়ে থাকলে কাজ ভেস্তে যেতে পারে।

তুলা-

সুসংবাদ পেতে পারেন। আত্মসম্মান, যশ, বাড়বে। ব্যবসায়ে নতুন অভিজ্ঞতা হবে। ভয়, অবসাদ ও চিন্তায়ে ঘিরে থাকবেন। সন্তানের বিবাহের চিন্তা থাকবে। আর্থিক অবস্থা ঠিক যাবে।

বৃশ্চিক-

জীবনে যে পরিবর্তন এসছে, তা আপনার জন্য শুভ হবে। ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রচেষ্টা সফল হবে। বন্ধুদের সহযোগিতায় কোনও বড় কাজ হতে পারে।

ধনু-

আপনার প্রচেষ্টা উন্নতিতে সহায়ক। কাজের প্রশংসা হবে। আর্থিক বিষয়ের সমাধান আপনার পক্ষে হবে। যাত্রা শুভ। শারীরিক দূর্বলতায় পিছিয়ে যাবেন।

মকর-

ধর্মীয় কাজে আস্থা বাড়বে। পড়ুয়ারা পরীক্ষায়ে সাফল্য লাভ করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। গাড়ি কিনতে পারেন। আর্থিক ক্ষতি হবে না।

কুম্ভ-

মনোবাঞ্ছিত কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতে সুসংবাদ পাবেন। ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের লাভ হবে। চাকরিজীবীদের জন্য পরিবর্তনের সময়। আত্মীয়রা প্রতাড়িত করতে পারে।

মীন-
ব্যবসায়ে অজ্ঞাত ভয় চিন্তায় ফেলবে। পেটের সমস্যা দেখা দিতে পারে। সামাজিক বিবাদ থেকে দূরে থাকুন। ধর্মীয় যাত্রা হবে। ভাল চিন্তা করবেন, ভালো থাকবেন।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube