+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

আজকের রাশিফল 14/11/2020

নিজস্ব সংবাদদাতা - November 14, 2020 12:19 am - রাশিফল

আজকের রাশিফল 14/11/2020

মেষ-

ব্যস্ত জীবনে নিজের জন্যও কিছু সময় বার করে নিন। কাউকে বোঝানোর সময় নিজের নম্র স্বভাবের সাহায্য নিন। শিক্ষাক্ষেত্রে বিবাদের পরিস্থিতি এড়িয়ে যান। কোনও কাজ শুরুর আগে নিজের পরিবারের কথা ভাবতে ভুলবেন না।

বৃষ-

চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে অন্যের উপর ভরসা করবেন না। সম্পর্কে নৈকট্য বাড়বে। কোনও নতুন কাজ করার আগে কার্যপ্রক্রিয়া নির্ধারণ করে নিন।

মিথুন-

দীর্ঘ সময় ধরে চলতে থাকা বিবাদের সমাধান হবে। সন্তানের সুখ লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার যোগও সৃষ্টি হয়েছে। আয় ঠিকঠাক থাকবে।

কর্কট-

অহেতুক কোনও বিষয়ে চিন্তা করবেন না। আকস্মিক অর্থের লাভ হতে পারে। আপনার সৃজনশীলতা সকলকে প্রভাবিত করবে।

সিংহ-

পরিবারের বিরুদ্ধে গিয়ে তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। সতর্কতার সঙ্গে গচ্ছিত অর্থ ব্যবহার করুন। নতুন দায়িত্ব পেতে পারেন। পায়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।

কন্যা-

নিজের ব্যবহার ও আচরণে পরিবর্তন আনুন। নিজের ভুলত্রুটি সংশোধনের সময় এটি। তা হলেই লাভ হবে।

তুলা-

আত্মবিশ্বাস বাড়বে। অন্যের বিষয়ে নাক গলাবেন না, ক্ষতি হতে পারে। আগ বাড়িয়ে কাউকে পরামর্শও দেবেন না। বাবার সঙ্গে গভীর বিষয়ে আলোচনা হবে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

বৃশ্চিক-

কেরিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। পরিবারের সঙ্গে লম্বা যাত্রার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার পথে আগত বাধা দূর হবে।

ধনু,-

পছন্দমতো জীবনসঙ্গী পাওয়ার ফলে আনন্দে থাকবেন। আপনার ব্যবহার সকলকে আকর্ষণ করবে। ভাই-বোনের ভালোবাসা পাবেন। বিদ্যুতের সরঞ্জাম কিনতে পারেন।

মকর-

সময় থাকতে নিজের কাজ পুরো করুন। আপনার আলস্যের কারণে ক্ষতি হতে পারে। ব্যবসায় ক্ষেত্র বৃদ্ধির জন্য ঋণ নিতে হতে পারে। ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন।

কুম্ভ-

মনের কথা ভাগ করে নেওয়ার সময় এটি নয়। ব্যবসায় নতুন প্রযুক্তির ফলে লাভ হবে। কাজ বেশি থাকার ফলে অবসাদে ভুগবেন। কর্মক্ষেত্রে কর্মচারীদের অনুপস্থিতির ফলে চিন্তিত থাকবেন।

মীন-

অর্থ লগ্নির সুফল পাবেন। নতুন জামাকাপড় কিনতে পারেন। দরিদ্র ব্যক্তির সাহায্য করলে আটকে থাকা কাজ পুরো হবে। জমি লাভের সম্ভাবনা রয়েছে। গাড়িতে অর্থ ব্যয় হতে পারে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube