+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

আজকের রাশিফল 15/11/2020

নিজস্ব সংবাদদাতা - November 15, 2020 11:35 am - রাশিফল

আজকের রাশিফল 15/11/2020

মেষ-

বাবার সহযোগিতায় কাজ সফল হতে পারে। পরিশ্রম সফল হবে। সন্তানের পুরো দায়িত্ব পালন করবেন। অধীনস্থ কর্মচারী, ভাই, প্রতিবেশিদের কারণে অবসাদে ভুগতে পারেন। নিজের ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে ভাগ করে নেবেন না।

বৃষ-

আত্মীয়দের কূটনীতির শিকার হবেন। আয় বৃদ্ধির পাশাপাশি সামাজিক জীবনে জনপ্রিয়তা বাড়বে। তবে লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।

মিথুন-

চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। ছোটো ছোটো সমস্যায় ভীত না হয়ে দৃঢ়তার সঙ্গে সেগুলির মোকাবিলা করুন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পারিবারিক অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন।

কর্কট-

জটিল পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। অন্যের বিষয়ে নাক গলাবেন না। স্বাস্থ্য ভালো থাকবে।

সিংহ-

অফিসে ব্যস্ততার কারণে পারিবারিক কাজে মনোনিবেশ করতে পারবেন না। ভেবেচিন্তে টাকার লেনদেন করুন। ব্যক্তিগত সম্পর্ক মধুর থাকবে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে লগ্নির সঠিক সময়। বিরোধীদের পরাস্ত করবেন।

কন্যা-

নিজের ব্যবহারের মাধ্যমে উচ্চপদাধিকারীদের মন জয় করবেন। ব্যবসায়িক পরিকল্পনায় ব্যয় হবে। অবসাদে ঘিরে থাকার কারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না।

তুলা-

অংশীদারি ব্যবসায় বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা সফল হবে। কথাবার্তায় নমনীয়তা বজায় রাখুন। নতুন পরিকল্পনা শুরুর জন্য ভালো সময়। ব্যবসা বিস্তারের জন্য মনস্থির করবেন। যাদের আপনি আপন মনে করেন, তাঁরাই আপনার সমালোচনা করবেন।

বৃশ্চিক-

গাফিলতির কারণে কোনও পরিকল্পনায় ব্যাঘাত আসতে পারে। ভালো ব্যবহারের মাধ্যমে পারিবারিক সমস্যার সমাধান হবে। দাম্পত্য জীবনে সুখ লাভ করবেন।

ধনু-
সপ্তাহের শুরুতে আয়ের উৎস বাড়বে। পাশাপাশি ব্যয়ও বেশি থাকবে। ঋণের টাকা ফেরৎ পেতে পারেন। বাম চোখের সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহের মধ্যভাগে আপনার সিদ্ধান্ত ও কাজ প্রশংসিত হবে। সামাজিক পদ প্রতিষ্ঠাও বাড়বে। কোনও নতুন ব্যবসা শুরু অথবা চুক্তি স্বাক্ষরের জন্য সময় অনুকূল।

মকর-
সপ্তাহের শুরুতে সাফল্য লাভ করবেন। সরকারি বিভাগের সঙ্গে জড়িত কাজ পুরো হবে। চাকরির আবেদনের জন্য সময় অনুকূল। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ঋণ দিয়ে থাকলে, সেই টাকা ফিরে পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানের প্রতি দায়িত্ব পুরো করবেন। নবদম্পতিদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে।

কুম্ভ-
সপ্তাহের শুরুতে ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। পরিকল্পিত রণনীতি কার্যকরী হবে। আয়ের প্রচেষ্টা সফল হবে। সপ্তাহের শেষে স্বাস্থ্যের যত্ন নিন। দৌড়ঝাপ লেগে থাকবে। বিলাসিতার সামগ্রীতে ব্যয় করবেন।

মীন-
সপ্তাহের শুরুতে স্বাস্থ্য সংক্রান্ত চিন্তা থাকলেও, এটি দীর্ঘদিন টিকবে না। সপ্তাহের মধ্যভাগে যাত্রা করতে হতে পারে। বিদেশী কোম্পানিতে চাকরির আবেদন করতে পারেন। নিজের ক্ষমতার জোরে বিষম পরিস্থিতি সহজ করে ফেলবেন। আইনি মামলার সমাধান আপনার পক্ষে হবে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube