আজকের রাশিফল 12/08/2020
মেষ/ARIES
আজ স্বাস্থ্য ভালো থাকবে। শান্তি থাকবে। দিনের শুরুটা ভালো লাগবে না। ছেলেমেয়েরা
অনেক কিছু চাইবে। না পারলে সত্যিটা বলুন। ভালো হবে। ছাত্রদের এই কঠিন সময়ে গা ভাসালেই বিপদ।
বৃষ / TAURUS
রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। রহস্যজনক কারণে আজ পাওনাদারদের দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। স্বাস্থ্য ভালো যাবে। ছাত্রদের পড়াশুনায় মনোযোগী হতে হবে।
মিথুন /GEMINI
আজ আপনার কর্মস্থলে ভাল কিছু লাভ পেতে পারেন এবং অর্থ উপার্জন আশানুরূপ হতে পারে। ছাত্র-ছাত্রীর জন্য দিনটি শুভ। যাত্রা শুভ। শারীরিক অবস্থার উন্নতি করতে ভালো খাবার খান।
কর্কট /CANCER
যাত্রা শুভ। তবে সারাদিন অফিস বা কর্মক্ষেত্রে ব্যাস্ত থাকবেন। এতে বাড়িতে অশান্তি হতে পারে। পরিবারে কারও শরীর খারাপ হতে পারে। আর্থিকভাবে লাভবান হবেন। ছাত্রদের পড়াশুনায় মনোযোগী হতে হবে।
সিংহ /LEO
ভালো থাকার চেষ্টা করুন,না হলে সমূহ বিপদের সম্ভাবনা। যাত্রা শুভ। ভালো কাজ করে সবার মন জয় করুন। আর্থিক অনটন হবে না। ছাত্রদের সময়টা ভালো যাবে না। পড়াশুনায় মনোযোগী হতে হবে।
কন্যা/ VIRGO
লেখাপড়ায় বাধা দেখা দিতে পারে। ব্যবসায়ী অথবা চাকরিজীবী আপনি যা-ই হোন না কেন, কর্মক্ষেত্র নিঃসন্দেহে ভালো যাবে। যাত্রা শুভ। পরিবারে সাবধানে থাকবেন। অশান্তিতে জড়াবেন না ।
তুলা/ LIBRA
আজ আপনার বাড়িতে একটু রাগারাগী হতে পারে। দিনের শেষটা ভালো যাবে। কেনাকাটা শুভ। আজ আপনার কাছে একটি সুসংবাদ আসতে পারে। তবে আগবাড়িয়ে কিছু করতে যাবেন না। ছাত্রদের সাবধানে থাকতে হবে। না হলে পিছলে পড়তে পারে।
বৃশ্চিক/ SCORPIO
দিনটার শুরু ভালোই হবে। আর্থিকভাবে লাভবান হবেন। পরিবারে কিছুটা অশান্তি হতে পারে। সব শেষে ভালো ভাবে মানিয়ে নেবেন। ছাত্রছাত্রীদের মধ্যে চাঞ্চল্য বৃদ্ধি পাবে। শরীর মন্দ যাবে না।
ধনু /SAGITTARIUS
সাবধানে পা ফেলুন। তাহলেই আর্থিক অনিশ্চয়তা বন্ধ হবে। রহস্যজনক কারণে আজ পাওনাদারদের দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। শরীর ভালো যাবে। অযথা উত্তেজিত হবেন না। ছাত্ররা সাবধান। অযথা বাড়াবাড়ি করলে সিলেবাস শেষ হবে না।
মকর /CAPRICORN
মানসিক অস্থিরতা রাগ ও জেদ আপনার ক্ষতি করতে পারে। কারো দ্বারা ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল। ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে লাভ হবে। ছাত্রদের পড়াশোনায় আরো বেশী মনযোগী হতে হবে।
কুম্ভ/ AQUARIUS
দিনের শুরুটা বেশ কয়েকটি কারণে ভাল যাবে না। তবে দিনের শেষে আপনার মন ভালো হয়ে যাবে। শরীরের দিকে মনোযোগ দিন। আর্থিক টানাটানির মধ্যে কিছু ভাল খাবারও পাবেন। ছাত্ররা সাবধান। ভবিষ্যত নিয়ে চিন্তা করে কাজ কর।
মীন/ PISCES
আর্থিক অনটন হতে পারে। তবে শান্তি থাকবে। আত্মীয়র দ্বারা কোনোভাবে প্রতারিত হতে পারেন। দেখে শুনে পথ চলবেন। পথেই আপনার বাধা। শরীর ভালো যাবে। পড়াশুনায় মনোযোগ হারাবে ছাত্র ছাত্রীরা।