আশাকর্মী নিয়োগ পশ্চিমবঙ্গ সরকারের, ৩১ আগস্টের মধ্যে আবেদন
রাজ্যের বেকার সমস্যা দূর করতে প্রতি জেলায় আশাকর্মী নিয়োগে উদ্যোগ নিল মা মাটি মানুষের সরকার। আবেদন করতে হবে ৩১ অগস্টের মধ্যে। শূন্যপদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র বিবাহিত, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্না মহিলারা। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে। মাধ্যমিক পাশ এবং তার কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারেন।
আশাকর্মী পদের জন্য আবেদনের বয়সসীমা ১ জানুয়ারি ২০২০ অনুযায়ী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের আবেদনের বয়সসীমা ২২ বছর থেকে ৪০ বছর।
যে ব্লকের জন্য আবেদন করা হবে সেই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অথবা বিডিও অফিসে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে:
জন্ম-তারিখের শংসাপত্র অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড।
বাসিন্দা প্রমাণ করতে জমা দিতে হবে ভোটার পরিচয়পত্র অথবা রেশন কার্ড।
তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে প্রমাণপত্র জমা দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে।
স্বাক্ষর-সহ প্রার্থীর ২টি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে।