+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রা শুরু ফুলবাগান পর্যন্ত

নিজস্ব সংবাদদাতা - October 7, 2020 10:47 am - কলকাতা

ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রা শুরু ফুলবাগান পর্যন্ত

বিকেল ৩টে বেজে ৪৩ মিনিট। ফুলবাগান স্টেশনের আপ প্ল্যাটফর্মে রেলগাড়ী নিয়ে প্রস্তুত চালক দীপক কুমার। ভিডিয়ো স্ক্রিনে দেখা গেল সবুজ পতাকা নাড়ছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কয়েক সেকেন্ডের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর চাকা গড়াতে শুরু করল সেক্টর ফাইভের দিকে। আজ, সোমবার থেকে ওই মেট্রোপথে যাত্রী পরিষেবা শুরু হওয়ার কথা। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ মিনিট অন্তর চলবে ট্রেন। সারা দিনে মোট ৪৮টি ট্রেন চালানো হবে। কলকাতা মেট্রোর ইতিহাসে প্রায় ২৫ বছর পরে নতুন কোনও ভূগর্ভস্থ স্টেশন চালু হল। এর আগে ১৯৯৫ সালের ১৯ ফেব্রুয়ারি এসপ্লানেড থেকে গিরিশ পার্ক পর্যন্ত অংশ পাতালপথে যুক্ত হয়েছিল শ্যামবাজার ও বেলগাছিয়ার সঙ্গে। পরিষেবার উদ্বোধন করে রেলমন্ত্রী এ দিন জানান, কোনও বাধা বিপত্তি দেখা না দিলে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের সমস্ত কাজ শেষ করে ফেলতে চান তাঁরা।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube