+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

এই সপ্তাহেই শুরু হচ্ছে অক্সফোর্ডের তৈরি ভ্যাক্সিনের ভারতে ট্রায়াল

নিজস্ব সংবাদদাতা - August 19, 2020 10:13 pm - দেশ

এই সপ্তাহেই শুরু হচ্ছে অক্সফোর্ডের তৈরি ভ্যাক্সিনের ভারতে ট্রায়াল

সারা ভারতের বাছাই করা দশটি কেন্দ্রে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাসট্রাজেনেকা-র তৈরি কোভিড ভ্যাক্সিনের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ পর্ব শুরু করতে চলেছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) ১৬০০ স্বেচ্ছাসেবক নিয়ে ট্রায়াল শুরু হবে চলতি সপ্তাহেই।

দুনিয়াজুড়ে কোভিড প্রতিষেধক আবিষ্কারের দৌড়ে এগিয়ে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই ভ্যাক্সিন। ভারতে এই প্রথম কোনও কোভিড ভ্যাক্সিন ট্রায়াল শুরু হতে চলেছে।

নিয়ন্ত্রিত আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করেই ট্রায়াল পরিচালনা করা হবে। দু সপ্তাহ অন্তর স্বেচ্ছাসেবকদের শরীরে ভ্যাক্সিনের ডোজ প্রয়োগ করা হবে। যারা ট্রায়ালে অংশগ্রহণ করবেন তাদের কারও কোভিড ইতিহাস নেই এবং কেউ পুরনো কঠিন শারীরিক রোগে ভুগছেন না। স্বেচ্ছাসেবকদের বয়স ২০ থেকে ৫০ বছর।

দেখা হবে অক্সফোর্ডের এই ভ্যাক্সিন কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম কি না। দু সপ্তাহ অন্তর স্বেচ্ছাসেবকদের শরীরে ভ্যাক্সিনের ডোজ প্রয়োগ করা হবে।

স্বেচ্ছাসেবকের দেহে প্রথম বার ভ্যাক্সিন প্রয়োগ করার প্রায় ২ মাস পরে ফলাফল পর্যালোচনা করা হবে।

স্থির হয়েছে ভারতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাক্সিনের প্রতি ডোজের দাম পড়বে ২৫০-৩০০ টাকা।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube