এবার শ্রীরামে ভরসা পি কের
২০১৯-এ বিজেপির ‘জয় শ্রীরামে’ ঘোরতর আপত্তি থাকলেও, ২০২১-এর ভোটের অনেেে আগেই তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর জয় শ্রীরামের ভয় দূর করে দিয়েছেন। তৃণমূল এখন রাম নামেই জয় দেখছে ২০২১-এর বিধানসভায়।
২০১৯-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে জয় শ্রীরাম ধ্বনি তোলায় কম বিতর্ক হয়নি। এরপর তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই বিজেপি জয় শ্রীরামের ধ্বনি তুলত। তবে সেই জয় শ্রীরামের ভীতি দূর করে অন্য সমীকরণ রচনা করতে চলেছে তৃণমূল।
প্রশান্ত কিশোর স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে এনে দলকে চাঙ্গা করার চেষ্টা করে চলেছেন। টিম আই প্যাককে ময়দানে নামিয়ে তিনি একবার বামদের দোরগোড়ায় কড়া নাড়ছেন, একবার নাড়ছেন বিজেপির দোরগোড়ায়।
টিম পিকের পক্ষ থেকে বিজেপি নেতার কাছে যেতেই বিজেপি নেতা জানিয়েছিলেন, তিনি জয় শ্রীরাম ছাড়া কিছুই বোঝেন না। তাদের কাছে গিয়ে পিকের টিমের পক্ষ থেকে বলা হয়েছে জয় শ্রীরাম বললে তাদের কোনও আপত্তি নেই। কেননা তৃণমূল রাম নামকে ভগবানের নাম বলেই মানে, বিজেপির স্লোগান নয়।
প্রশান্ত কিশোরের টিম সাফ জানিয়ে দিয়েছে, দিদিও মানবেন রাম নামের মাহাত্ম্য। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে বলে আসছেন, রামকে তাঁরা ভগবান মানেন। জয় শ্রীরাম বলে ভগবানকেই খাটো করছে বিজেপি।
তৃণমূল নেতারা বলছেন, ভালো মানুষকে সবসময় আমরা স্বাগত জানাই। আমরা সর্বধর্মে বিশ্বাসী। যে যার ধর্ম নিজের কাছে, ধর্ম নিয়ে রাজনীতি আমরা করি না। ধর্মের বিভাজনের রাজনীতিই তো ওরা করে আসছে চিরদিন।