এস পি বালসুব্রহ্মণ্যম মারা গেলেন অবশেষে স্তব্ধ হল বাহান্ন দিনের নিরন্তর যুদ্ধ
এস পি বালসুব্রহ্মণ্যম মারা গেলেন অবশেষে স্তব্ধ হল বাহান্ন দিনের নিরন্তর যুদ্ধ। প্রয়াত হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এস পি বালসুব্রহ্মণ্যম। শুক্রবার দুপুর একটা নাগাদ চেন্নাইয়ের এক হাসপাতালে মারা গেলেন তিনি। বয়স হয়েছিল ৭৪ বছর।
করোনায় আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। এক মাস পর ৮ সেপ্টেম্বর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তা সত্ত্বেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ভেন্টিলেটর থেকে বার করা যায়নি। পরের দিকে তাঁকে ভেন্টিলেটরের পাশাপাশি ‘একমো সাপোর্ট’ (কৃত্রিম উপায়ে বাড়তি অক্সিজেন সরবরাহের ব্যবস্থা) দেওয়ারও ব্যবস্থা করা হয়েছিল।
কিন্তু শেষরক্ষা হল না। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে আজ হার মানলেন তিনি। সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।