+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

কবিতা — তান্ডব

লেখক -- অতনু চট্টপাধ্যায় - August 30, 2020 10:03 pm - সাহিত্য

কবিতা — তান্ডব

চিত্র সৌজন্যে: Pinterest

তান্ডব
অতনু চট্টোপাধ্যায়

একাকী, নিছক তর্জমায়ে, ঘনঘোর
তখনও বরষা। এই মর্মে পতঙ্গের
বেয়ে চলা, অতলে প্রবেশ,
কারুকাজ, ধ্রুপদী বল্মিক…
পোকাখাওয়া প্রসূতি ও স্ফিতি
নিরন্তর।
অথবা উই -এর ডিপি, স্থিতবিদ্যা
গালে নোনা টোল,
উদাসীন করুণাবসত‌।
মৃত্তিকার থরে থরে চকিত উত্থান
সুকৃতির কাদাজল, আত্মনিবেদিত।
ঋষিকল্প মেঘ পেলে ঝুঁটি ধরে টানে,
কিনারায় ঠেলে দেয় বিপদকালীন।
তিনখানা পোরাটালি
নেমে এলে অনিচ্ছুক-
মনোলোভা সে পাতাল নিমেষে চৌচির,
জমে ভিড়। মাদক মাদক
চারদিকে তড়িৎ স্ফুলিঙ্গ ওরে
নুয়ে পড়া বাতি পোস্ট
মৃত্যুভয় জানে বিলক্ষণ।
চিত্রকল্প ভাঙ্গাবাহু
অকালে কেটেছে রাহু
পড়ে থাকে ন্যালাখ্যাপা
চকিতে এড়িয়ে যায়
প্রতিবেশী, আত্মীয়-স্বজন।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube