কবিতা — ভরাপেট-খালিপেট
ভরাপেট-খালিপেট
লেখা: মৃণাল দে চৌধুরী
ভরাপেট বলে ওরে খালিপেট, তোর শুধু খাই খাই,
তোর স্বভাব দোষে আমি তোকে হা-ভাতে বলি তাই,
খাওয়া ছাড়াও এ জগতে আরো কত কিছুই আছে,
সে সবের কোন মূল্য জানা, আছে কি তোর কাছে?
শখ আহ্লাদ ফুর্তি টুর্তি কিছুই যে তোর নেই,
গবগবিয়ে শুধুই গেলা খাবার পেলি যেই,
পেটের কথা ভুলে একবার বাইরে ফিরে তাকা
দেখ ভোগের জন্য জগৎ জুড়ে কত কিছুই রাখা।
খালিপেট বলে ওহে ভরাপেট কথাটি তোমার সত্যি,
তবে ক্ষিদের জ্বালায় জ্বলে দেখাও আসে কেমন ফুর্তি,
ভরাপেট তুমি, খালিপেট হলে তোমায় সুধাব তখন,
পেটে ক্ষিদে নিয়ে,শখ আহ্লাদ ফুর্তি করো কেমন?
আমি খালিপেট,মাথা করে হেঁট,শুধুই খাবার চাই,
ভরাপেটের অহংকার, সেটা তোমারই থাক ভাই।
ভরাপেট ওগো, শুধু মনে রেখো বলে যাই এই বেলা,
ভরাপেট থেকে খালিপেট হওয়া সময়ের শুধু খেলা।
আজ তুমি যারে তাচ্ছিল্য ভরে করে যাও অবহেলা,
কাল হতে পারে, আছো তাঁর দ্বারে নিয়ে ভিক্ষার থালা।
আজ আছো যা,কাল তুমি তা নাইবা থাকতে পারো,
তবে মূর্খের মত,মিছে অহংকার কিসের জন্যে করো।