+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

করোনাভাইরাসের টিকা পুরোপুরি প্রস্তুত: রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা - August 1, 2020 12:08 am - স্বাস্থ্য

করোনাভাইরাসের টিকা পুরোপুরি প্রস্তুত: রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী

করোনাভাইরাসের টিকা পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী রুশলান সালিকোভ। রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ দল এবং গ্যামেলিয়া রিসার্চ সেন্টারের যৌথ প্রচেষ্টায় এই টিকা তৈরি করা হয়েছে। তিনি স্থানীয় সংবাদপত্র ‘আরগুমেন্টি আই ফ্যাক্টি’কে জানিয়েছেন, রাশিয়ায় করোনার টিকা স্বেচ্ছায় যারা শরীরে নিয়েছিলেন তাদের সকলকে পরীক্ষা করে অ্যান্টিবডি তৈরি হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তাদের সবার দেহেই এন্টিবডি তৈরি হয়েছে এবং সবাই পুরোপুরি সুস্থ আছেন। ৩০ জুন রাশিয়ার বাণিজ্য দপ্তর থেকে জানানো হয়েছিল, করোনার টিকার অনুমোদনপত্রের জন্য দেশটির স্বাস্থ্য দপ্তরে সব প্রয়োজনীয় তথ্য ও প্রমান পাঠান হয়েছে। জুন মাসে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর পর রাশিয়ার বারডেনকো সামরিক হাসপাতালে ৪৩ জন এবং শেচেনোভ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪৩ জন স্বেচ্ছাসেবকের ওপর ওই টিকা প্রয়োগ করার কথা বলা হয়। সামরিক হাসপাতালে টিকা প্রয়োগের সব ধাপ ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রেখে অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রমাণ পাওয়া গেছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube