করোনা সংক্রমণের জের, নবান্ন থেকে সরছে মুখ্যমন্ত্রীর দফতর!
করোণা সংক্রমনের জেরে এবার নবান্ন থেকে সরানো হচ্ছে মুখ্যমন্ত্রীর দফতর। জানা গিয়েছে, নবান্ন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অ্যানেক্স ভবনের ‘উপান্ন’তে সাময়িকভাবে মুখ্যমন্ত্রীর দপ্তর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।২২ জুলাই তিনতলার এই নতুন ভবনটির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি ও ব্যবস্থাপনা ঠিক থাকলে এই মাসেই উপান্ন থেকে কাজ শুরু করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
করোনার সংক্রমণে আক্রান্ত হচ্ছেন নবান্নের একের পর এক অফিসার, হাউসকিপিং স্টাফ এবং গাড়ির চালক। কিছুদিন আগেই নবান্নের ১৪ তলায় কর্মরত বেশ কয়েকজন আমলার গাড়ির চালকের করোনা পজিটিভ আসে।
করোনার সংক্রমণ যে ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে তা আর বলার অপেক্ষা রাখে না। সতর্কতার জন্য মাঝেমধ্যেই নবান্নের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রেখে পুরো বিল্ডিং স্যানিটাইজ করা হচ্ছে ঠিকই, কিন্তু তাতেও আতঙ্ক কাটছে না।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি উইংয়ের আধিকারিকরা উপান্ন পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আধিকারিকদের যে টিম এই বিপর্যয় পর্বে নিরন্তর কাজ করে চলেছেন, করোনা আবহে তাঁরা ছাড়া আরও কারও প্রবেশাধিকার থাকবে না এই ভবনে।