+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

কলকাতায় কোনও বিমান নামবে না ১৫ আগস্ট পর্যন্ত।

নিজস্ব সংবাদদাতা - July 31, 2020 9:38 am - রাজ্য

কলকাতায় কোনও বিমান নামবে না ১৫ আগস্ট পর্যন্ত।

আগস্ট ৬ জুলাই থেকে মুম্বই, দিল্লি, চেন্নাই, পুনে, নাগপুর, আহমেদাবাদ থেকে কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান নামা বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথামতো এই ছ’‌টি শহর থেকে কলকাতায় বিমান নামা বন্ধ করে দেয় কেন্দ্র। সময়সীমাটি বাড়িয়ে পরে ১৯ জুলাই করা হয়। তারপরে ফের বাড়ানো হয় ৩১ জুলাই পর্যন্ত। এবারে একেবারে ১৫ আগস্ট পর্যন্ত।পর্যন্ত নিয়ে যাওয়া হল।
বিমান যাতায়াত বন্ধ করার সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে চিঠি পাঠিয়েছিলেন বাংলার অতিরিক্ত মুখ্য স্বরাষ্ট্রসচিব। তারপরেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রক থেকে নির্দেশ এসেছে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। মমতা ব্যানার্জি সরকার অনুরোধ জানিয়েছেন, যে যে দিনগুলিএ বাংলায় লকডাউনন জারি করা হয়েছে, সেই দিনগুলিতে যেন কোনও অসামরিক বিমান কলকাতায় না নামে।  কেন্দ্র সেবিষয়ে রাজিও হয়ে গিয়েছে।
এক আধিকারিক জানালেন, ‘‌ যাত্রীরা টিকিট কাটা শুরু করে দিয়েছিলেন। সেসব বিমান বাতিল করতে হবে এবং টাকা ফেরতা দিয়ে দেওয়া হবে।’


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube