+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

কল্পতরু মমতা, বেতন বাড়ল সিভিক ভলান্টিয়ার, অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের, হকারদের পুজোর ভেট

নিজস্ব সংবাদদাতা - September 25, 2020 9:29 am - রাজ্য

কল্পতরু মমতা, বেতন বাড়ল সিভিক ভলান্টিয়ার, অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের, হকারদের পুজোর ভেট

ভোট ও পুজোর মুখে রাজ্য সরকারের আর্থিক সংকট সত্বেও ফের একবার কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটিগুলিতে ৫০,০০০ টাকা অনুদান ঘোষণার পাশাপাশি আশাকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের বেতনবৃদ্ধির ঘোষণা করেলন তিনি। বাদ গেলেন না হকাররাও।

এদিন মমতা জানিয়েছেন, আশাকর্মীদের ১,০০০ টাকা করে বেতন বাড়াতে চলেছে রাজ্য সরকার। এর ফলে তারা এবার থেকে ৫,৫০০ টাকা করে মাসিক বেতন পাবেন। এছাড়া সিভিক ভলান্টিয়ারদের বেতনও ১,০০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করেছেন মমতা। যার ফলে তাদের বেতন বেড়ে হচ্ছে ৯,০০০ টাকা।

এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য অবসরকালীন সুবিধা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, এবার থেকে অবসরের সময় এককালীন ৩ লক্ষ টাকা করে পাবেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।

হকারদের জন্যও পুজোর উপহার ঘোষণা করেছেন মমতা। জানিয়েছেন, করোনা পরিস্থিতির মধ্যে হকারদের অবস্থা খুব খারাপ। তাই তাঁদের পুজোর আগে এককালীন ২,০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। এজন্য ইতিমধ্যে ৮৫,০০০ হকারের তালিকা রাজ্যের কাছে জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube