ক্রিকেটের ইতিহাসে ফাস্ট বোলার হিসেবে ৬০০ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন ইংল্যান্ডের অ্যান্ডারসন
ক্রিকেটের ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসেবে ৬০০ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন ইংল্যান্ডের ডানহাতি পেসার জেমস অ্যান্ডারসন। বোলার হিসেবে ৬০০ বা তারচেয়ে অধিক উইকেট নিয়েছেন মুত্তিয়া মুরালিধরণ (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বলে (৬১৯); অবশ্য তারা সবাই স্পিনার। চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৬০০ উইকেট শিকারের মাইলফলকে পা রেখেছেন ৩৮ বছর বয়সী অ্যান্ডারসন।
মঙ্গলবার ২৫.০৮.২০২০ বৃষ্টির পর তৃতীয় টেস্টের পঞ্চম দিনে চা বিরতির পর খেলা শুরু হয়। আজহার আলির উইকেটটি শিকার করে মাইলফলকে যান অ্যান্ডারসন।
এই টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে প্রথম ইনিংসে পাকিস্তান গুটিয়ে যায় ২৭৩ রানে। ফলোঅনে যাওয়ার পর পাকিস্তান ফের ব্যাটিংয়ে নামে। ৩ টেস্টের সিরিজ। ইংল্যান্ড ১-০ তে এগিয়ে ছিল। ড্র হলেও তাদের হাতেই সিরিজ। আর জিতলে সিরিজের ব্যবধান বাড়বে।
বৃষ্টির জন্য ভালই সময় নষ্ট হয়েছে এই টেস্টের। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান ৩ উইকেটে ১৩৫ রান তুলেছে। উইকেটে ছিলেন আসাদ ১০ ও বাবর আজম ২৭ রানে। তখনও দিনের ২৮ ওভারের মতো বাকি ছিল।