গত কয়েকদিন ধরে হাওড়ার বালিতে একটি আমেরিকান উড ডাক এর আশ্রয়
গত কয়েকদিন ধরে হাওড়ার বালিতে উত্তর ঘোষপাড়ায় বিখ্যাত বাঁক পুকুরে একটি আমেরিকান উড ডাক আশ্রয় নিয়েছে। স্থানীয় বাসিন্দারা এই বর্ণময় পাখিটিকে এর মধ্যে খুব ভালোবেসে ফেলেছেন ।পাখিটি নিজের মেজাজেই আছেন। বনদপ্তর থেকে পাখিটির খোঁজ খবর নিয়ে গেছে। ২০বিঘের এই বিশাল পুকুরটি স্থানীয় প্রাচীন নিয়োগী পরিবারের সম্পত্তি । আজ থেকে প্রায়একশো বছর আগে এই পুকুরটি সংস্কারের সময় পুকুর থেকে একটি বাঁকা বিহারী বা কৃষ্ণমূর্তি উদ্ধার হয় ।সেই মূর্তির নামে প্রতিষ্ঠা করা এই পুকুরের নামকরণ করা হয় বাঁক পুকুর। ওখানে বালি গ্রাম পঞ্চায়েতের একটি বোর্ডে যদিও এটিকে বাগ পুকুর বলে উল্লেখ করা হয়েছে , কিন্তু সেটি সম্পূর্ণ ভুল বলে জানিয়েছেন পুকুরের মালিক ও স্থানীয় জনসাধারণ ।