গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনাকে হারিয়ে সুস্থ ৩০০৯ জন, মৃত্যু ৬১ জন রাজ্যবাসীর
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনাকে হারিয়ে সুস্থ ৩০০৯ জন, মৃত্যু ৬১ জন রাজ্যবাসীর
সোমবার নতুন করে করোনা আক্রান্ত ও সুস্থতার নিরিখে কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় যেখানে কলকাতায় ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৫১৮ জন, সেখানে উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৪২ জন এবং মারণ ভাইরাসকে জয় করেছেন ৭৫৮ জন। তবে এদিন কলকাতার ১৬ জন করোনার সঙ্গে লড়ে প্রাণ হারিয়েছেন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৯।
স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩৪৮ জন। সুস্থ হয়েছেন ৩০০৯ জন রাজ্যবাসী। এদিন রাজ্যে সুস্থতার হার ৮৭.৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা–যুদ্ধে হেরে প্রাণ হারিয়েছেন রাজ্যের ৬১ জন বাসিন্দা।
এদিন পর্যন্ত রাজ্যে মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ২৭ হাজার ৭১৭ জন। এদিন ৪০ হাজার ১৪০টি নমুনা করোনার জন্য পরীক্ষা করানো হয়েছে। আর তার মধ্যে ৭.৯৬ শতাংশ পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে।