ঘরের মেঝেয় ছটফট করতে করতে মারা গেলেন বৃদ্ধা
পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার শ্যামপুকুর এলাকায় গতকাল রোববার ৭০ বছর বয়সী এক বৃদ্ধা অসুস্থ হয়ে ঘরের মেঝেয় পড়ে ছিলেন। বাড়ির লোকজন ও পাড়া-প্রতিবেশী এগিয়ে না আসায় ছটফট করতে করতে মারা যান।
আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সন্দেহ, ওই বৃদ্ধা করোনায় আক্রান্ত ছিলেন। মৃত্যুর ছয় ঘণ্টা পর পুলিশ এসে বৃদ্ধার মৃতদেহ নিয়ে যায়।
আগের দিন শনিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন এক বৃদ্ধ। চিকিৎসকেরা ওই বৃদ্ধের উপসর্গের কথা শুনে তাঁকে রেফার করে কলকাতার হাসপাতালে। বৃদ্ধের স্ত্রী হাসপাতালে নিয়ে আসেন একটি অ্যাম্বুলেন্স। কিন্তু অ্যাম্বুলেন্সে বৃদ্ধকে তুলে দেওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি। পরে বৃদ্ধের স্ত্রী নিজেই কষ্ট করে তাঁর স্বামীকে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করেন। অ্যাম্বুলেন্সে তোলার সময় হঠাৎ বৃদ্ধ পড়ে যান রাস্তায়। তারপর সেখানেই মারা যান তিনি।