চশমাতেও আপনাকে দেখাবে গর্জিয়াস, জেনে নিন কয়েকটা টিপস
স্যাটারডে নাইটের পার্টি হোক বা কোনও বন্ধুর বিয়ে, মেকআপটা কখনই যেন পারফেক্ট হয় না। লেটেস্ট ফ্যাশানেও আপনি সন্তুষ্ট হন না। কারণ আপনার মেকআপে সবসময় বাধ সাধে চশমা।
লোকের চোখে পড়ে না আপনার আই মেকআপ। গোটা মেকআপটাই কেমন যেন ম্যাড়ম্যাড়ে হয়ে যায়। কিন্তু চশমাটা যে না পড়লেই নয়। তবে উপায়
রইল কিছু টিপস, যা চশমা সমেতই আপনার মেকআপকে করবে পারফেক্ট।
১। কালোর বদলে লাগান স্পার্কলি নেভি বা বারগেন্ডি আই লাইনার। এতে আপনার চোখ অন্যের নজরে আসবে
২। স্যাটারডে নাইটের পার্টি বা নাইট আউটের প্ল্যান থাকলে চোখে আনুন বারগেন্ডি স্মোকি লুক। তবে আইশেডো নয়, আইলাইনারই লাগান স্মাজ করে
৩। চশমা পড়ার ফলে অনেক সময় নাকের দু’ধারে দাগ পড়ে যায়। এই দাগ ঢাকতে কোনও টিন্টেড ময়শ্চারাইজ়ার ব্যবহার করুন
৪। আইল্যাশ কার্লার ব্যবহার করুন যাতে আপনার আইল্যাশ চশমার গ্লাসে আটকে না যায়। আইল্যাশ কার্ল করলে চশমার আড়ালেও চোখে পড়বে আপনার চোখের পাতা
৫। মাসকারা একটু মোটা করে লাগান আইল্যাশের গোড়ার দিকে। উপরের দিকে পাতলা করে লাগান
৬। আই মেক-আপ করার সময় কখনই কনসিলার লাগাতে ভুলবেন না
৭। আইলাইনারের শেড যেন আপনার চশমার ফ্রেমের রঙের সঙ্গে মানানসই হয় সেদিকে নজর রাখতে হবে
৮। বোল্ড ক্যাট আই ফ্রেম ব্যবহার করলে আপনার ঠোঁটের মেকআপও হতে হবে বোল্ড