ভারতের জমি চীন দখল করে রেখেছে: রাহুল গান্ধী
ফ্রান্স থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফালের ভারত যাত্রার দিনেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী নতুন তোপ দাগলেন। সোমবার নতুন এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমার রাজনৈতিক জীবন শেষ হয় তো হোক, তবু দেশ সম্পর্কে মিথ্যা বলতে পারব না।’ তিনি বলেন, ‘ভারতের জমি চীন দখল করে রেখেছে। এই সত্য গোপন করা ও দখলদারদের থাকতে দেওয়া রাষ্ট্রবিরোধিতা। সত্য সম্পর্কে দেশবাসীকে অবহিত করাই দেশপ্রেম।’
পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত–চীন সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে রাহুল নিয়মিত নানান প্রশ্ন তুলে চলেছেন। ভারতীয় ভূখন্ড চীন কব্জা করে রেখেছে কি না বারবার তা জানতে চেয়েছেন। সরকার আজও তা স্বীকার করেনি। সোমবারের ভিডিও বার্তায় সেই প্রশ্নই নতুন করে তুলে তিনি বলেন, ‘ভারতীয় হিসেবে আমার কাছে দেশ ও জনগণ সবার আগে। এখন আর কোনো সন্দেহ নেই যে চীনারা আমাদের দেশে ঢুকে রয়েছে। এটা আমায় বিচলিত করে। রক্ত টগবগ করে ফোটে।’ এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, ‘একজন রাজনীতিক হিসেবে আপনি যদি আমাকে চুপ থাকতে বলে মানুষকে বোঝান, চীনারা ভারতে ঢুকে বসে নেই, আমি তা করতে পারব না। উপগ্রহ ছবি দেখেছি। সেনাদের সঙ্গেও কথা বলেছি। আমার রাজনৈতিক জীবন শেষ হয় তো হোক। ক্ষতি নেই। কিন্তু মিথ্যা বলতে পারব না।চীনারা ভারতীয় ভূখন্ড দখল করে নেই বলে যাঁরা গলা ফাটাচ্ছেন, তাঁরা জাতীয়তাবাদী নন। দেশপ্রেমিক নন।’