জয়লোলিতার ৮৩৭৬ টি বইয়ের সম্ভার নিয়ে সংগ্রহশালা গড়ছে সরকার
জয়রাম জয়লোলিতা বিতর্কিত রাজনীতিক। এ আই এ ডি এম কে দলের নেত্রী ছিলেন তিনি। ১৯৮১ সালে রাজনীতিতে যুক্ত থেকে ২০১৬ সালে মৃত্যু পর্যন্ত বিতর্ক পিছু ছাড়ে নি।
জয়লোলিতার সম্পদের কথা কমবেশি সবাই জানে। কিন্তু বই সম্পদের কথা? তাঁর বই এর সংখ্যা ৮৩৭৬ টি। আবার এরমধ্যে ৭৫ ভাগ ইংরেজি বই। ভাবুন একবার।
প্রতিদিন জয়লোলিতা ৫ ঘন্টা পড়তেন। এই সময় লাইব্রেরীতেই থাকতেন।
বই এর তালিকায় তামিল সাহিত্যের ইতিহাস থেকে ধর্মগ্রন্থ পুরাণ, জওহরলাল নেহরুর Discovery of India, দেশ বিদেশের রাজনীতিকদের জীবনী কি নেই!
অর্থনৈতকভাবে তিনি যেমন তেমনই পড়াশুনাতেও তিনি ধনী ছিলেন।