জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট বের হোল
প্রকাশিত হোল জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট। করোনার জেরে এই সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বেশ কয়েক মাস পিছিয়ে যায়। সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়া নিয়েও তীব্র আপত্তি ছিল পড়ুয়াদের একাংশের। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বলীয়ান হয়ে পরীক্ষা সংগঠিত করে কেন্দ্রীয় মানবসম্পদ বিকাশ মন্ত্রকের অধীন ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই পরীক্ষায় প্রথম আড়াই লক্ষের মধ্যে যারা আসবেন, তারা পাবেন জয়েন্ট অ্যাডভান্সে বসার সুযোগ। এই পরীক্ষার স্কোর দিয়ে অবশ্য এনআইটি সহ বিভিন্ন কলেজে ভর্তির সুযোগও পাবেন প্রত্যাশীরা। ২৪ জন পড়ুয়া ১০০ পারসেন্টাইল পেয়েছেন। এদের মধ্যে মাত্র একজন মহিলা।
সেপ্টেম্বরের পয়লা তারিখ থেকে ছয় তারিখ অবধি পরীক্ষা হয়েছিল। এত দ্রুত এনটিএ আগে রেজাল্ট প্রকাশ করেনি বলে জানান সংস্থার ডিজি। ৮.৫৮ লক্ষ পড়ুয়া পরীক্ষার ফর্ম তুললেও ২.২৩ লাখ শেষ পর্যন্ত বসেননি জয়েন্ট মেইনে।
২৪ জন যারা হান্ড্রেড পার্সেন্টাইল পেয়েছেন তাদের মধ্যে আটজন তেলেঙ্গানার, পাঁচজন দিল্লির, চারজন রাজস্থানের ও তিন জন অন্ধ্রের। একমাত্র মেয়ে যে ১০০ পার্সেন্টাইল পেয়েছে, সেই চুক্কা তনুজা তেলেঙ্গানার বাসিন্দা।