ডাক মেসেন্জার সোহো খালাসি পদ তুলে দিচ্ছে ভারতীয় রেলমন্ত্রক
ডাক মেসেন্জার সোহো খালাসি পদ তুলে দিচ্ছে ভারতীয় রেলমন্ত্রক । এই পদ গুলি ছিল ব্রিটিশ আমলে । তখন বাংলার পিওনরা রেলের বিভিন্ন আধিকারিকদের বাড়িতে কাজ করতেন। এই পদ এ নিয়োগ এবার থেকে নিয়োগে নিষেদ করছে ভারতীয় রেল মন্ত্রক । ৬ অগাস্ট রেল মন্ত্রক জানিয়েছে টেলিফোন অ্যাটেন্ডেন্ট কাম ডাক খালাসির পদে নতুন নিয়োগ করা হবে কিনা এইটা আলোচনা করে ভাবা । তাই নিয়োগ সংক্রান্ত কোনও নির্দেশিকাও জারি হবে না। রেল থেকে জানানো হয়েছে ১ জুলাই ২০২০ সাল পর্যন্ত যেসব সিদ্ধান্ত কার্যকরী করার প্রস্তাব রেলবোর্ডের কাছে এসেছিল সেগুলি পুনরায় পর্যালোচনা করে দেখা হবে । তাই এই মুহূর্তে এই সংক্রান্ত কোনও নিয়োগ রেলে হবে না। রেল এর তরফে জানানো হয় খরচ বাঁচাতে এই উদ্দ্যেগ । রেলে ডাক মেসেঞ্জারের মাধ্যমে গোপনীয় নথিপত্র এক দফতর থেকে অন্য দফতরে পাঠানোর রেওয়াজ চালু ছিল বহুকাল ধরে। জানা যাই এই নথি এবার এ মেইল এর মাধ্যমে পাঠানো হবে বা কোনো দরকার এ ভিডিও কনফারেন্স ও করা হবে। খরচ কমাতে সুরক্ষা ক্ষেত্র ছাড়া অন্য ক্ষেত্রে ৫০ শতাংশ পদ বিলোপ করা হবে এমন সিদ্ধান্তও নেওয়া হয়েছে ।