তৃণমূল কর্মীদের জুতোপেটা করব, পুলিশকে বউ–বাচ্চার মুখ দেখতে দেব না: দিলীপ ঘোষ
ফের মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার উত্তর ২৪ পরগনার ঘোলা বিলকান্দায় আয়োজিত চা চক্রের মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের জুতোপেটা করার হুমকি দিলেন তিনি। পুলিশকেও ছেড়ে কথা বলেননি তিনি।
কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার দুর্গানগর–সহ বিভিন্ন এলাকায় বিজেপি–র চা চক্রের মঞ্চে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মী–সমর্থকদের বিরুদ্ধে। এদিন বিলকান্দায় সভামঞ্চে সেই প্রসঙ্গ টেনেই ক্ষুব্ধ দিলীপ ঘোষ রীতিমতো হুঁশিয়ারি দেন তৃণমূল কর্মী ও পুলিশকে।
তিনি বলেন, ‘যারা মানুষকে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে রেখেছে তাদের আমরা ছাড়ব না। সব ডায়েরিতে লিখে রাখছি। এবার রাস্তায় সব তৃণমূল কর্মীদের জুতোপেটা করব।’ তিনি নতুন স্লোগানের সুরে বলেন, ‘পুলিশে হাফ একুশে সাফ।’ হাততালি আর জয় শ্রীরাম ধ্বনিতে ফেটে পড়ে সভা।
এদিন ওই সভা থেকে রাজ্য পুলিশকেও এক হাতে নিয়েছেন দিলীপ ঘোষ। পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি, ‘নেতাদের চামচাগিরি করে ভাবছেন ভাল আছেন, পকেট ভরছে, আনন্দে আছেন। এই আনন্দ বেশিদিন টিকবে না। এক বছর পরে ভেবে রাখুন, কোথায় যেতে হবে।’ এর পরই পুলিশকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেন, ‘বউ–বাচ্চার মুখ দেখতে দেব না। ২ নম্বরি পয়সা কামিয়ে ২৫ লাখ টাকা খরচ করে ছেলেকে বেঙ্গালুরুতে ভর্তি করিয়েছেন? বলে রাখছি, সেই ছেলে ডাক্তারও হবে না, ইঞ্জিনিয়ারও হবে না। তাকে পরিযায়ী শ্রমিক করে ছাড়ব আমি।’
এরপর তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেন, তারা ছেড়ে দেবার পাত্র নয়। ওর মুখে আর কি ভালো ভাষা বের হবে!