+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

দর্শনার্থী ছাড়াই পুজো করার সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা - October 15, 2020 7:43 pm - কলকাতা

দর্শনার্থী ছাড়াই পুজো করার সিদ্ধান্ত

করোনা মহামারির মধ্যে এলাকার বাইরের দর্শনার্থী ছাড়াই পুজো করার সিদ্ধান্ত নিল কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো সন্তোষ মিত্র স্কোয়্যার। বুধবার সন্ধ্যায় এক বিবৃতি জারি করে একথা জানিয়েছে তারা। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘মানুষের জীবনের থেকে উৎসবের মূল্য বেশি হতে পারে না।‘

পুজোর মুখে প্রতিদিন পশ্চিমবঙ্গে বাড়ছে সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে পুজোর পর ভয়ানক পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা। চিকিৎসকদের সেই সতর্কবাণী মনে রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুজো কমিটির সাধারণ সম্পাদক সজল ঘোষ।

এদিন প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনা পরিস্থিতির দিকে নজর রেখে আমরা একটি বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছি। মহামারি যাতে অতিমারির দিকে না যায় সেজন্য আমরা দর্শকবিহীন পুজো করার সিদ্ধান্ত নিয়েছি।’ বিবৃতিতে জানানো হয়েছে পুজোয় অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র পল্লিবাসীবৃন্দ। ভার্চুয়ালি ঠাকুর দেখার ব্যবস্থা করবেন উদ্যোক্তারা।

সন্তোষ মিত্র স্কোয়্যারের তরফে প্রকাশিত বিবৃতি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube