দিলীপ ঘোষকে দিল্লিতে তলব নড্ডার
দিলীপ ঘোষকে দিল্লিতে তলব বিজেপি সভপতি নড্ডার। তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি রাজধানীতে দলের সাংগঠনিক বৈঠক চলাকালীন দিলীপ ঘোষের মন্তব্যে মুকুল রায়কে আক্রমণ করা হয়েছে বলে দাবি দলের একাংশের। সেই মন্তব্যের জেরেই তাঁকে দিল্লি তলব করা হয়েছে বলে মুকুল শিবিরের দাবি।
দিল্লিতে দলের সাংগঠনিক বৈঠক ছেড়ে মুকুল রায় চলে আসার পর দিলীপের মন্তব্যে বিতর্ক শুরু হয়। মুকুলের তৃণমূলে ফেরা নিয়ে যখন জল্পনা চরমে তখন দিলীপবাবু বলেন, বৈঠকের সূচি সবার কাছে ছিল। কেউ জানতাম না বললে, তা ঠিক নয়। অর্থাৎ এতদিন ধরে বৈঠক চলবে জানা ছিল না বলে মুকুল রায় যে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, দিলীপ ঘোষ তা ভণ্ডুল করে দেন। বিজেপি সূত্রের খবর, দিলীপের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ জানানোর সুযোগ হাতছাড়া করেনি মুকুল শিবির। এর পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দিলীপের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসেন বাবুল সুপ্রিয় ও অর্জুন সিং। সেই অভিযোগের ভিত্তিতেই ফের দিলীপকে দিল্লি তলব করেছেন নড্ডা বলে রাজনৈতিক মহলের খবর।
যদিও দিলীপ শিবিরের দাবি, গত দিল্লি সফরে নড্ডার সঙ্গে দেখা হয়নি দিলীপ ঘোষের, তাই ফের তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি।