+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

দূষণের থেকেও বড় বিহারি ভোট ব্যাঙ্ক, ছটপুজো নিয়ে আক্রমণ অধীরের, সুপ্রিম কোর্টে যাচ্ছে কেওমডিএ

নিজস্ব সংবাদদাতা - September 18, 2020 12:25 pm - কলকাতা

দূষণের থেকেও বড় বিহারি ভোট ব্যাঙ্ক, ছটপুজো নিয়ে আক্রমণ অধীরের, সুপ্রিম কোর্টে যাচ্ছে কেওমডিএ

দূষণের থেকেও বড় বিহারি ভোট ব্যাঙ্ক, ছটপুজো নিয়ে আক্রমণ অধীরের,
সুপ্রিম কোর্টে যাচ্ছে কেওমডিএ

রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমদি দেয়নি জাতীয় পরিবেশন আদালত। জোর ধাক্কা খেল কেএমডিএ। এবার তাই সুপ্রিম কোর্টে জানাতে চলেছেন তারা। এই নিয়ে মমতা সরকারের ভোট সর্বস্ব রাজনীতির প্রতিবাদে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

মমতাকে আক্রমণ
বিহারি ভোট ব্যাঙ্কের জন্য দূষণ হজম করতেও রাজি মমতা সরকার। রবীন্দ্র সরোবরের দূষণ মেনে নিয়েও ভোট ব্যাঙ্ক সুনিশ্চিত করতে চাইছে মমতা সরকার। সেকারণেই জাতীয় পরিবেশ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাচ্ছে কেএমডিএ। এমনই অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

রবীন্দ্র সরোবরে ছট পুজোয় না
রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি দিল না জাতীয় পরিবেশ আদালত। কোনও ভাবেই এই অনুমতি দেওয়া যাবে না বলে কেওমডিএ-কে জানিেয়ছে পরিবেশ আদালত। এতে রবীন্দ্র সরোবরের পরিবেশ দূষণ হবে। জলজ প্রাণীর প্রাণ বিপন্ন হবে বলে জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টে কেএমডিএ
জাতীয় পরিবেশ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। প্রসঙ্গত উল্লেখ্য গত ২ বছর রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি না থাকলেও তা উপেক্ষা করা হয়। এবং নির্দেশ অমান্য করেই ছট পুজো করা হয়েছে রবীন্দ্র সরোবরে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube