দেশের ১০ টি রাজ্যে নাকি হিন্দুরা সংখ্যালঘু
হিন্দু প্রধান দেশ ভারত। আর সেই দেশের ১০ টি রাজ্যে নাকি হিন্দুরা সংখ্যালঘু। তাই তো বলছে সুপ্রীম কোর্টের এক পিটিশন। পিটিশনে বলা হোয়েছে ওই দশটি রাজ্যে হিন্দুরা কেনো সংখ্যালঘুর সুযোগ সুবিধা পাবে না? এই দশটি রাজ্যে হিন্দুদের সংখ্যালঘুর মর্যাদা দেয়ার জন্য জনস্বার্থ মামলা করা হয়েছে সুপ্রীম কোর্টে।
বিজেপি এক নেতার পিটিশনে সুপ্রীম কোর্ট এর বিচারপতি এস কে কৌল কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র, আইন ও সংখ্যালঘু মন্ত্রকের মতামত জানতে চাইল।