+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

দ্বিতীয়বার প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন অধীর

নিজস্ব সংবাদদাতা - September 10, 2020 12:00 pm - রাজ্য

দ্বিতীয়বার প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন অধীর

সোমেন মিত্রের প্রয়াণের পর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির পদ এতদিন ফাঁকাই পড়ে ছিল। এবার দায়িত্ব পেলেন অধীর রঞ্জন চৌধুরী। বুধবার রাতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তরফে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, তাঁকে ওই পদে নিয়োগ করা হল। গত ৩০ জুলাই প্রয়াত হন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

তিনি বৃহস্পতিবারই বিধান ভবনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রদেশ সভাপতির দায়িত্ব নেবেন। তারপর দিল্লি যাবেন সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে। অধীরবাবুর বক্তব্য, ‘‘আমি কংগ্রেসের সৈনিক। দলের শীর্ষ নেতৃত্বের আস্থা এবং কর্মীদের প্রত্যাশা, দু’টোই পূরণের জন্য চেষ্টার ত্রুটি করব না।’’

সোমেন মিত্রের মৃত্যুর পর প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন তা নিয়ে কংগ্রেসের অন্দরে নানা জল্পনা চলছিল। দৌড়ে ছিল একাধিক নাম। কিন্তু বুধবার নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়োগের নির্দেশিকা প্রকাশিত হতে দেখা গেল গান্ধী পরিবারের প্রতি আনুগত্যেই আস্থা রাখল কংগ্রেস। এঁটে উঠতে পারলেন না প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নানরা। অবশ্য সোমেনবাবুর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন অধীরবাবুই। তাঁকে সরিয়ে সোমেনবাবুকে সভাপতি করা হয়। কংগ্রেসে কর্তার ইচ্ছায় কর্ম, সবাই জানে।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘোর মমতা বিরোধী বলে পরিচিত অধীর। তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি করায় ভোটের আগে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও রকম সমঝোতা হওয়ার সম্ভাবনা প্রায় থাকল না।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube