+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ধ্বংসলীলা চালাতে পারবে রাফাল ৬০০ কিমি ভিতরে ঢুকে

নিজস্ব সংবাদদাতা - July 29, 2020 3:09 pm - দেশ

ধ্বংসলীলা চালাতে পারবে রাফাল ৬০০ কিমি ভিতরে ঢুকে

অম্বালা এয়ারবেসে অবতরণ করল রাফাল যুদ্ধবিমান

চুক্তি হয়েছিল চার বছর আগে। অবশেষে আজ অর্থাৎ ২৯ জুলাই ভারতে  রাফাল বিমান। হরিয়ানার আম্বালায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে রাখা হবে এই বিমান। জেনে নেওয়া যাক ঠিক কতটা শক্তিমান এই যু্দ্ধবিমান।  শত্রুর সঙ্গে লড়াইয়ে কতটা অপরিহার্য হয়ে উঠতে চলেছে এই বিমান-

এতদিন ভারতের কাছে ছিল লং রেঞ্জ মিসাইল স্কাল্প যা ৩০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত হানা দিতে পারে। কিন্তু রাফালের শক্তি এতটাই যে চিন হোক বা পাকিস্তান, শত্রুশিবিরে ৬০০ কিলোমিটার ঢুকে আঘাত হানার সক্ষমতা আছে তার।

রাফালের বিয়ন্ড ভিজুআল রেঞ্জ ১৫০ কিমির বেশি। পাকিস্তানের হাতে যেসব যুদ্ধবিমান আছে তার বিভিআর বড়জোড় ৫০ কিলোমিটার

এয়ার টু এয়ার মিসাইল রাফাল জেটগুলির অন্যতম ইউএসপি। এর ফলে ১৫০ কিলোমিটার দূরের টার্গেট বিদ্ধ করতে পারবে ভারতীয় বায়ুসেনা।

রাফালের এয়ারটু এযার এবং এয়ার টু সারফেস ফায়ারপাওয়ার ৩৭০০ কিলোমিটার।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube