নলহাটির তৃণমূল ব্লক সভাপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মুকুল রায়– জল্পনা
বীরভূম জেলার নলহাটির তৃণমূলের ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে হাজির বিজেপি–র জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায়। তাঁকে স্বাগত জানান বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মী। অনুকূল ঠাকুরের আশ্রমে শ্রদ্ধা জানিয়ে স্থানীয় এক গেস্ট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন দুই পুরনো সঙ্গী। সেখান থেকে বেরিয়ে মুকুল রায় বলেন, ‘২০২১–এ বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি।’ রবিবার রাজ্য রাজনীতিতে মুকুল রায়ের এই সফর নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
যদিও এদিন সেখানকার অনুকূল ঠাকুরের আশ্রমে প্রণাম সেরে বেরিয়ে মুকুল রায় বলেন, ‘সৎসঙ্গের প্রতিষ্ঠাতা অনুকূল ঠাকুরকে মানুষ শ্রদ্ধা করে। সেই আশ্রমে আজ আমি এসেছিলাম। এটাকে রাজনীতি ভাবলে হবে না।’ নলহাটির তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারীর সঙ্গে দেখা করার ব্যাপারে তিনি বলেন, ‘এরা আমার দীর্ঘদিনের পুরনো সঙ্গী, তাই দেখা করতে এসেছি। এর সঙ্গেও রাজনীতি জড়াবেন না।’ বিভাসবাবুও এটাকে সৌজন্য সাক্ষাত বলেই ব্যাখা করেছেন। এবং জানিয়েছেন দল ছাড়ার হলে ভনিতা করে নয়, প্রকাশ্যে ছাড়বেন।
ঘটনার ব্যাপারে এক প্রশ্নের উত্তরে রাজ্যের কৃষিমন্ত্রী ও বীরভূম জেলা তৃণমূল সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দল খোঁজ নিয়ে দেখবে। কোনও অভিযোগ প্রমাণিত হলে তদন্ত করে ব্যবস্থা নেব।’ বাংলায় বিজেপি–র ক্ষমতায় আসার সম্ভাবনার ব্যাপারে কটাক্ষ করে তিনি বলেন, ‘ওটা বিজেপি–র দিবাস্বপ্ন।’