পরিবেশ নিয়ে চিন্তা নেই, তাই রবীন্দ্র সরোবর নিয়ে বুদ্ধিনাশ
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনওমতেই রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না। বিরোধীরা অভিযোগ তোলেন যে পশ্চিমবঙ্গের হিন্দুভাষীদের ভোটের জন্য বিভিন্নরকম চেষ্টা করে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে ছটপুজো পালনে নিষেধাজ্ঞা তুলে দিতে জাতীয় পরিবেশ আদালতে আর্জি জানায় কেএমডিএ। সেই আর্জি খারিজ করেছে আদালত।আসলে ২০১৮ সালে রবীন্দ্র সরোবরে ছটপুজো নিষিদ্ধ ঘোষণা করে জাতীয় পরিবেশ আদালত।
রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এবার রবীন্দ্র সরোবরে ছটপুজো করাতে চেয়ে তাঁরা গ্রীন ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন। জানা গিয়েছে, সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগের কথা বিবেচনা করে শুধুমাত্র একদিনের জন্য ওই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য আবেদন জানায় কেএমডিএ।
ভোট বড় বালাই। তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে সুপ্রীম কোর্টে কে এম ডি এ এর করা আবেদন সমর্থন জানালো বিজেপিও। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। প্রাণী সম্পদ বা পরিবেশ অথবা মানুষের ভালোমন্দের কোনো দাম নেই এখানে। এদের ঘুম ভাঙ্গাবে কে?