পাঁচ বছরের শিশুর পেটে ১৯০ টি বল
পাঁচ বছরের এক শিশু খেলতে খেলতে চুম্বকের বল গিলে ফেলে। এই বলের সংখ্যা ছিল ১৯০টি। এগুলোর আকার মোটামুটি মুক্তার মাপের। বেশ কিছু দিন ধরে ওই শিশু অসুস্থবোধ করায় তাকে এক শিশু হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসেন তার মা। এর পর ওই হাসপাতালের চিকিৎসকরা বাচ্চাটির পেটের
এক্সরে করার পরামর্শ দিলে জানা যায় চাঞ্চল্যকর এই ঘটনা। সম্প্রতি চীনে এই ঘটনা ঘটেছে। ডেইলি মেইলের খবরে বলা হয়, দেশটির জিংয়াংয়ের একটি হাসপাতালের চিকিৎসকরা জানান, এক্সরে রিপোর্টে বাচ্চাটির পেটের ভিতরে থাকা চৌম্বকীয় পুঁতির ছবি ধরা পড়ে। এর পরই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন, দ্রুত বাচ্চাটির পেট অপারেশন করা হবে। সফল অস্ত্রোপচারের পর তার পেট থেকে বের করা হয় ১৯০টি চৌম্বকীয় পুঁতির বল।