+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

পাকিস্তানকে আর ধারে তেল দেবে না সৌদি আরব!

নিজস্ব সংবাদদাতা - August 8, 2020 11:43 pm - আন্তর্জাতিক

পাকিস্তানকে আর ধারে তেল দেবে না সৌদি আরব!

চিত্র সৌজন্যে: Al Jazeera

পাকিস্তানকে আর ধারে তেল দেবে না সৌদি আরব!

মে মাস থেকে পাকিস্তান (Pakistan) সৌদি আরব (Saudi Arabia) থেকে কাঁচা তেল পাচ্ছে না। এর সাথে সাথে সরবরাহকারীর তরফ থেকে ধারে তেল দেওয়া জারি রাখা নিয়ে পাকিস্তানকে এখনো কিছু বলা হয় নি। রিপোর্ট অনুযায়ী, দুই পক্ষের মধ্যে এই বাবদ ৩.২ বিলিয়ন ডলারের চুক্তির মেয়াদ দুই মাস আগেই সমাপ্ত হয়ে গেছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনে শুক্রবার প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, সৌদি আরব নভেম্বর ২০১৮ তে পাকিস্তানের সমস্যা মেটাতে ৬.২ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছিল।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অনুদান বিগত পাঁচ মাস ধরে স্থগিত আছে, আর এর মধ্যে পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে চলা চুক্তি স্থগিত হওয়ার ফলে দুই দিক থেকে চরম সমস্যার সন্মুখিন ইমরানের দেশ। প্রতিবেদনে বলা হয়েছে যে, সৌদি আরব পাকিস্তানের থেকে ঋণের টাকা ফেরত নিতে এবং তেলের সুবিধার মেয়াদ সমাপ্ত হওয়ার কারণে কেন্দ্রীয় ব্যাঙ্কের আধিকারিক মুদ্রা ভাণ্ডারের উপর চাপ সৃষ্টি করতে পারে। এই ভাণ্ডার ঋণ সংক্রান্ত বিষয়ের জন্যই বানানো হয়েছিল।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube