+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

পুরুষদের তুলনায় নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি – গবেষকদের সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা - September 2, 2020 3:32 pm - স্বাস্থ্য

পুরুষদের তুলনায় নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি – গবেষকদের সিদ্ধান্ত

চিত্র সৌজন্যে: Physicians for Women - Melius, Schurr & Cardwell

পুরুষদের তুলনায় নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।। কারণ, নারীদের শরীরে শক্তিশালী টি-সেল তৈরি হয়। এর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষকরা বলেছেন, বিশ্বজুড়ে করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে ৬০% পুরুষ।‌ গবেষণায় স্পষ্ট হয়েছে যে, পুরুষ এবং নারীর শরীরে ভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। ইয়েল নিউ হ্যাভেন হসপিটালে ভর্তি থাকা সংক্রমিত ব্যক্তিদের লালারস এবং রক্তের নমুনা সংগ্রহ করে এই গবেষণা চালানো হয়েছে।গবেষণায় দেখা গেছে, নারীদের রক্তে তৈরি হওয়া টি-সেল অনেক বেশি শক্তিশালী পুরুষদের থেকে। এমনকি বয়স্ক নারীদের ক্ষেত্রেও একই রকম ঘটে। অন্যদিকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের শরীরে টি-সেলগুলি দুর্বল হতে থাকে।

শরীরে ক্ষতস্থানের মেরামতের জন্য কোষ থেকে একধরনের রাসায়নিক (প্রোটিন) নির্গত হয়, যাকে সাইটোকিন বলে। ‌মহিলাদের তুলনায় পুরুষদের শরীরে এই প্রোটিন বেশি ক্ষরিত হয় যা কিনা শরীরের পক্ষে ক্ষতিকর, বলছে গবেষণায়।

আর এ কারণেই এই গবেষণার তত্ত্বাবধায়ক আকিকো ইওয়াসাকি বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা ভিন্নপ্রকার হওয়ার জন্যেই পুরুষ এবং নারীদের চিকিৎসা পদ্ধতিতেও বদল প্রয়োজন। এক্ষেত্রে পুরুষদের শরীরে টিকা প্রয়োগ করে টি-সেলের ক্ষমতা বাড়ানো যেতে পারে, অন্যদিকে নারীদের ক্ষেত্রে সাইটোকিন যাতে বেশি ক্ষরিত না হয়, সেদিকে বিশেষ জোর দেওয়া প্রয়োজন।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube