পুরোহিত ভাতা তালিকায় সাহা ঘোষ বা বিশ্বাসদের নাম, ক্ষুব্ধ ব্রাহ্মণরা
পুরোহিত ভাতার তালিকাতেও ধরা পড়ল দুর্নীতি। অভিযোগ এসেছে নদিয়ার তেহট্ট থেকে। অভিযোগ, প্রকৃত পুরোহিতদের নাম না থাকলেও নাম রয়েছে তৃণমূল জেলা পরিষদ সদস্যের স্বামী নিলয় সাহার। এই নিয়ে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন পুরোহিতরা।
গত মাসে পশ্চিমবঙ্গে ৮,০০০ পুরোহিতকে মাসে ১,০০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই প্রকল্প আসলে দলের কেষ্টবিষ্টুদের পাইয়ে দেওয়ার অরেক প্রকল্প বলে সেদিনই অভিযোগ করেছিল বিজেপি। পুরোহিত ভাতার প্রাপকদের তালিকা প্রকাশ হতেই দেখা গেল একেবারে মিথ্যা নয় সেই অভিযোগ।
তেহট্টের পুরোহিতদের অভিযোগ, তালিকায় বহু পুরনো মন্দিরের পুরোহিতদের নাম না থাকলেও নাম রয়েছে জেলা পরিষদ সদস্য টিনা সাহার স্বামী নিলয় সাহার। এছাড়া তালিকায় ঘোষ, সরকার, বিশ্বাস পদবির ব্যক্তিদেরও নাম রয়েছে। যারা কখনো পুরোহিত হতে পারে না বলে দাবি স্থানীয় পুরোহিত সংগঠনের।