প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, দলের সব সাংগঠনিক পদ ছাড়লেন তৃণমূল বিধায়ক
দলের সব পদ থেকে পদত্যাগ করে জল্পনা ও দলের অস্বস্তির পারদ চড়িয়ে দিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। শনিবার তাঁর উপরে ন্যস্ত দলের যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে বিরত থাকার ঘোষণা করেন বিধায়ক। একই সঙ্গে তৃণমূলের জেলা ও ব্লক কমিটির হালফিলের কার্যকলাপ নিয়েও তোপ দেগেছেন মিহির।
তিনি ক্ষোভ উগরে দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়েও। তিনি আরো জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতেও নির্দেশ দিতে পারেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় নেতার এ হেন পদক্ষেপে স্বাভাবিক কারণেই চরম অস্বস্তিতে শাসকদল।
জানা গিয়েছে, সম্প্রতি তৃণমূলের জেলা ও ব্লক কমিটিতে রদবদল নিয়ে অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে আসে। অভ্যন্তরীণ এই দ্বন্দ্বের জেরেই দায়িত্ব ছেড়েছেন মিহিরবাবু, রাজনৈতিক মহলের এমনই বক্তব্য।
সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পরে মিহির গোস্বামী মন্তব্য করেছেন, ‘পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে বহু বার অপমানিত হয়েছি, কিন্তু তবু দলে ছিলাম। কিন্তু আর সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। অতীতে যাঁরা দলের ক্ষতি করেছেন, পরে তাঁরাই পুরস্কৃত হয়েছেন। জেলা ও ব্লক কমিটিতে তাঁদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে।