+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

“প্রধানমন্ত্রী আপনি বিশ্বকে বলুন, আপানার দেশের একটি রাজ্যে বিনা পয়সায় করোনার চিকিৎসা হচ্ছে।”

নিজস্ব সংবাদদাতা - July 28, 2020 12:45 am - রাজ্য

“প্রধানমন্ত্রী আপনি বিশ্বকে বলুন, আপানার দেশের একটি রাজ্যে বিনা পয়সায় করোনার চিকিৎসা হচ্ছে।”

দিল্লি থেকে আইসিএমআরের হাইটেক ল্যাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশের এই ল্যাব উদ্বোধনে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ভার্চুয়াল এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন উল্লেখিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রীও। মুম্বই থেকে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। লখনউ থেকে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর কলকাতা থেকে ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইসিএমআরের এই ল্যাবগুলোতে দিনে অন্তত ১০ হাজার করে টেস্ট করা যাবে। শুধু করোনাই নয়, এইচআইভি, ডেঙ্গির মতো সংক্রমিত রোগেরও পরীক্ষা করা যাবে এই অত্যাধুনিক ল্যাবরোটরিতে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রী আপনি বিশ্বকে বলুন, আপানার দেশের একটি রাজ্যে বিনা পয়সায় করোনার চিকিৎসা হচ্ছে।” মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে ৮১টি হাসপাতালে কোভিড আক্রান্তদের চিকিৎসা চলছে। সরকারি হাসপাতালের সঙ্গে বেসরকারি হাসপাতালেও করোনার চিকিৎসা করা হচ্ছে। আমরা রাজ্যে ১০৬টি সেফ হাউস তৈরি করেছি তাছাড়াও রাজ্য টেলি মেডিসিন সার্ভিস দিচ্ছে। দূরের রোগীদের জন্য দিবারাত্র কলসেন্টারের বন্দোবস্ত করা হয়েছে।” রাজ্যের করোনা মৃত্যুর ৮০ শতাংশই কোমর্বিডিটির জন্য হচ্ছে বলেও দাবি করেন।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube