প্রনব মুখোপাধ্যায়ের প্রয়াণে ‘বন্ধু’ বন্ধু হারানোর শোকে বিহ্বল আডবানী
প্রণব মুখোপাধ্যায় ও লালকৃষ্ণ আডবাণীর দুই রাজনৈতিক মেরুর দুই রাজনৈতিক মতাদর্শ থাকলেও ওদের দুজনের ব্যক্তিগত সম্পর্কের উপর কখনও তা প্রভাব ফেলেনি। বরং দু’জনের মধ্যে বেশ ভালোই সম্পর্ক ছিল। প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের খবরে এমনটাই জানালেন লালকৃষ্ণ আডবানি। মন্তব্য করলেন, একজন ‘বন্ধু’-কে হারালেন তিনি। যাঁর সঙ্গে অসংখ্য মধ্যাহ্নভোজের স্মৃতি সর্বদা তাঁর হৃদয়ে থাকবে।
সোমবার প্রণববাবুর মৃত্যুর পর একটি বিবৃতি জারি করে প্রবীণ বিজেপি নেতা বলেন, ‘আমার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীর প্রয়াণে গভীর শোকাহত তিনি। ভালোবেসে আমরা কেউ কেউ তাঁকে প্রণবদা বলতাম। তাঁর সঙ্গে আমার দীর্ঘকালীন বন্ধুত্বের যোগাযোগ ছিল। আমি বয়সে বড় হলেও সাংসদ হিসেবে প্রণবদা আমার থেকে এক বছরের সিনিয়র ছিলেন।’
প্রণববাবুর মৃত্যুর খবর পেয়ে দুজনের একসঙ্গে কাটানো বহু মুহূর্তের স্মৃতি রোমন্থন করেন আডবানি। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে উনি আমার কাছে সহকর্মীর থেকে বেশি ছিলেন এবং আমরা জনজীবনের বাইরে ও ভিতরে অসংখ্য মূল্যবান মুহূর্ত কাটিয়েছি। যা আমাদের পরিবারিক গণ্ডিতেও প্রবেশ করেছিল। আমাদের বিভিন্ন লাঞ্চের (মধ্যাহ্নভোজ) স্মৃতিগুলি আমার হৃদয়ে সবসময়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে।’
আডবানি জানান, প্রণববাবু দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করেছিলেন। তাঁর প্রয়াণে দেশের বড় ক্ষতি হল। আমি এক বন্ধুকে হারালাম। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। শর্মিষ্ঠা, অভিজিৎ, ইন্দ্রজিৎ এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।