বাংলাদেশ ও ভারতের বন্ধুপ্রতিম সম্পর্কের স্থপতি বঙ্গবন্ধু: নিভা গাঙ্গুলি
ঢাকা: বাংলাদেশের মতো ভারতও বঙ্গবন্ধুকে যথেষ্ট মান্য করে। শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ যতটা শ্রদ্ধা করে, ভারতের জন্যও তিনি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-ভারতের বন্ধুপ্রতিম যে সম্পর্ক, তার স্থপতিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ‘ট্রিবিউট টু জাতির পিতা বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক আয়োজনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ এ কথা বলেন। কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে বঙ্গবন্ধুর অসমাপপ্ত আত্মজীবনী পাঠ এবং পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত হয় এই অনলাইন আয়োজন।
রীভা গাঙ্গুলি দাশ বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন অল ইন্ডিয়া রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ শোনার কথা মনে আছে আমার।
আমি আমার দাদুর কাছ থেকে তখন সেই বক্তৃতার গুরুত্ব জেনেছি। আর এটাও বুঝতে পেরেছি যে, আমাদের প্রতিবেশি রাষ্ট্রে কি চলছে।
সেই জায়গা থেকে বর্তমানে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে থেকে বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যোগদান কারাটা আমার জন্য সম্মানের।
তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি। এদেশের রাজনীতি এবং সমাজতন্ত্রে তার ভূমিকা অসামান্য। বাংলাদেশের জন্য তার যে আত্মত্যাগ, তা সমগ্র বিশ্বের কাছে অনুসরণীয় এবং স্মরণযোগ্য। তিনি সবসময় বাংলাদেশের মানুষের মুখে হাসি এবং সোনার বাংলা গড়তে চেয়েছেন। আর তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেই পথেই এগিয়ে যাচ্ছে।