বাতিল হয়ে গেলো এবারের এএফসি কাপ
প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় এএফসি কাপ-২০২০ বাতিল করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। যদিও এএফসি কাপকে সামনে রেখে পুনরায় মাঠে নামার লক্ষ্যে ক্যাম্প শুরু করেছিল দলগুলি। তাদের সেই প্রচেষ্টা ভেস্তে গেল।
গত মার্চে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত হয়ে যায় এএফসি কাপের খেলা। আগামী অক্টোবরে ‘ই’ গ্রুপের খেলা মালদ্বীপের নিরপেক্ষ ভেন্যুতে শুরুর কথা ছিল।
কিছুদিন ধরেই অবশ্য এএফসি কাপ পুনরায় শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছিল। প্রতিযোগিতার ভাগ্য নির্ধারণে এএফসির কর্মকর্তারা অনলাইন বৈঠকে বসেন। সেখানেই সিদ্ধান্ত হয়েছে এবারের আসর বাতিল করে দেওয়ার।
এএফসি কর্মকর্তাদের অনলাইন মিটিংয়ের পর এএফসির ভেরিফাইড ফেসবুক পেজে খেলা বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।