বিজেপিতে কমানোর সুযোগ নেই, তাই অনেকে তৃণমূলে ফিরছেন : দিলীপ ঘোষ
বিজেপিতে কামানোর সুযোগ নেই, তাই অনেকে তৃণমূলে ফিরে যাচ্ছেন। বুধবার খড়গপুরে চার বিজেপি নেতার তৃণমূলে যোগদানে এমনই প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের।
এদিন বিজেপি শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন্দ্র সিং, সাংসদ প্রতিনিধি কমিটির সদস্য রাজদীপ গুহ, খড়গপুর উত্তর মণ্ডলের সভাপতি অজয় চট্টোপাধ্যায় সহ ৪ জন বিজেপি নেতা তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর পরই দিলীপ ঘোষের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বলেন, ‘দিলীপবাবুর তাসের ঘর ঝুরঝুর করে ভেঙে পড়বে।’
সংসদের অধিবেশন চলায় বর্তমানে দিল্লিতে রয়েছে দিলীপ ঘোষ। বুধবার দলবদল নিয়ে তিনি বলেন, ‘ওরা তৃণমূলেই ছিল। একই লোককে বার বার যোগদান করিয়ে জনসমর্থন ফিরে পেয়েছে বলে একটা আবহ তৈরি করতে চাইছে তৃণমূল।’ তাঁর দাবি, ‘প্রশান্ত কিশোরের পরামর্শে এই কাজ করছে তৃণমূল। বিজেপি নেতাদের যোগদান না করাতে পারলে তৃণমূল নেতাদের শাস্তির মুখে পড়তে হবে সতর্ক করেছেন তিনি। নিজেদের পদ বাঁচাতে তৃণমূল নেতাদেরই তৃণমূলে যোগদান করাচ্ছেন শাসকদলের নেতারা।’ দিলীপবাবু বলেন, ‘বিজেপি ক্ষমতায় আসছে বুঝে কিছু লোক লুটেপুটে খাওয়ার মতলবে বিজেপিতে এসেছিল। কিন্তু বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল। এখানে করে খাওয়া অত সোজা নয়। এটা টের পেয়ে তারা তৃণমূলে ফিরছেন।’