বিজেপিতে যোগ দিলেন ১০ পুলিশ কর্তা
শুধু তৃণমূল কংগ্রেস ভেঙে ২০২১ জয় অসম্ভব, বিজেপিকে বাড়তে হবে বহরেও। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাই বিজেপি শক্তি বাড়ানোর ভিন্ন পদ্ধতিকেও ব্যবহার করল। রাজনৈতিক নেতা-কর্মী ছাড়াও অন্য শাখা সংগঠনও বাড়াতে সচেষ্ট হল। করোনার আবহে ভার্চুয়াল পদ্ধতিতে বিজেপিতে যোগ দিলেন ১০ প্রাক্তন আধিকারিক।
১০ প্রাক্তন পুলিশ কর্তার বিজেপিতে যোগদান
২০২১-এর ক্ষমতা যখন বিজেপির লক্ষ্য, তখন সেই লক্ষ্যপূরণের আগে ১০ প্রাক্তন পুলিশ কর্তাকে দলে যোগদান করিয়ে চমক দিল বিজেপি। প্রধানমন্ত্রী মোদীজির সমস্ত কর্মকাণ্ডের শরিক হতেই এই যোগদান বলে দাবি করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই যোগদান রাজ্য রাজনীতিতে একটা বড় চমক বলেই ব্যাখ্যা তাদের।
যে সমস্ত প্রাক্তন পুলিস কর্তারা বিজেপির পতাকা হাতে তুলে নিলেন তাঁদের মধ্যে রয়েছে প্রাক্তন আইজি বিনয় চক্রবর্তী, বাসব তালুকদার, প্রাক্তন ডিআইজি শঙ্কর চক্রবর্তী, অশোক দত্ত, স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ডিসি মিহির দাস, অঞ্জন চক্রবর্তী, স্বাধীন সরকার, কমল পাত্র, সরোজ রায়চৌধুরী।
করোনার সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে ভার্চুয়াল পদ্ধতিতেই এই যোগদান সম্পন্ন হয়। বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার সেলের দেবকুমার মুখোপাধ্যায় তাঁদের স্বাগত জানান গেরুয়া শিবিরে।
তৃণমূলকে বড় চ্যালেঞ্জ জানাতে প্রাক্তন পুলিশ অফিসারদের বিজেপিতে এনে বুদ্ধিজীবী শক্তি বিজেপি আরও বাড়িয়ে তুলল বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যে বুদ্ধিজীবী মহলে সিংহভাগ প্রভাব প্রতিপত্তি ছিল তৃণমূলের। এখন বিজেপি আস্তে আস্তে সমস্ত শাখাতেই ভিত শক্ত করছে। এর আগে রুপালি জগতেও প্রভাব বাড়িয়েছে বিজেপি।